ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপ জেতা তামিমের সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 

বিসিবি একাদশের হয়ে অসাধারণ ব্যাটিং করলেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা তানজিদ হাসান তামিম। দুদিনের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি!

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে প্রস্তুতি ম্যাচের শেষ দিন আজ বুধবার লাঞ্চের পর সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। এজন্য তাকে খেলতে হয়েছে ৮৮ বল। তাতে চারের মার ১০টি, ছক্কা পাঁচটি!

৪০ বলে পূরণ করেন ফিফটি। চা-বিরতির আগে ডোনাল্ড টিরিপানোকে টানা দুই কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছে যান ৮৭ রানে।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৯১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে ৬৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল বিসিবি একাদশ। ষষ্ঠ উইকেটে অধিনায়ক আল-আমিন ও তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিক দল। এ জুটির রান এরই মধ্যে দুইশো ছাড়িয়েছে। সেঞ্চুরির কাছাকাছি চলে এসেছেন অধিনায়ক আল-আমিনও।

এদিকে, বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো পাঁচ ক্রিকেটার খেলছেন প্রস্তুতি ম্যাচে। তাদের মধ্যে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং করার সুযোগ পেয়েছে শরিফুল ও শাহাদাত, দুর্দান্ত পারফর্ম করেছেন দুজনই। পেসার শরিফুল ইসলাম ১৫ ওভার বোলিং করে ৫ মেনেডে ৪৫ রান খরচায় নিয়েছেন ১টি উইকেট। অপরদিকে, স্পিনার শাহাদাত হোসেন ৮ ওভার বোলিং করে দুই মেডেনে মাত্র ১৬ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি