ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে দুরন্ত সূচনা ভারতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ২১ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২০:১৭, ২১ ফেব্রুয়ারি ২০২০

বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে দুরন্ত সূচনা ভারতের

বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে দুরন্ত সূচনা ভারতের

Ekushey Television Ltd.

দেশের মাটিতে শুরুটা ভালো হলো না ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। আজ ২১ ফেব্রুয়ারি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে ১৭ রানে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

সিডনিতে সকালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। সিদ্ধান্তটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন অজি বোলাররা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারালেও ১৩২ রানের বেশি তুলতে পারেনি ভারত। দলটির পক্ষে দিপ্তী শর্মা ৪৬ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন। এছাড়া ২৯ রান করেছেন ওপেনার শেফালি ভার্মা। 

তবে ভারতকে অল্পতে আটকানোর ফায়দা লুটতে পারেনি অস্ট্রেলিয়া। ১৩২ রানের জবাব দিতে নেমে অজি ওপেনার অ্যালিসা হ্যালি মাত্র ৩৫ বলে একাই করেছেন ৫১ রান। তারপরও ম্যাচট জিততে পারেনি স্বাগতিকরা। অন্য দশ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন যে মাত্র একজন!

এক হ্যালি ছাড়া ভারতীয় স্পিনের বিপক্ষে দাঁড়াতেই পারেনি আর কেউই। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের ১ বল আগেই ১১৫ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। অজিদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান এসেছে গার্ডনারের ব্যাট থেকে।

ভারতের হয়ে পুনম যাদব একাই ধসিয়ে দিয়েছেন স্বাগতিকদের। চার ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচায় মূল্যবান ৪টি উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। এছাড়া শিখা পান্ডে ৩.৫ ওভারে ১৪ রান খরচায় নিয়েছেন তিন উইকেট।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি