ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের আগে আশির্বাদ চাইলেন সৌম্য সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৬:০২, ২৪ ফেব্রুয়ারি ২০২০

সৌম্যর ফেসবুক থেকে নেওয়া ছবি।

সৌম্যর ফেসবুক থেকে নেওয়া ছবি।

Ekushey Television Ltd.

আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার । প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে সাতপাকের বন্ধনে জড়াবেন এই তারকা। নতুন জীবনে পদার্পনের পূর্ব মুহূর্তে সবার কাছে আশির্বাদ চেয়েছেন সৌম্য।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বেশকিছু ছবি পোস্ট করেছেন সৌম্য সরকার। যেখানে তিনি ও তার হবু স্ত্রীর অনেকগুলো ছবি দিয়েছেন। আর লিখেছেন, ‘All set to start a new journey! keep us in your prayers.’

গত ওয়ানডে বিশ্বকাপ চলাকালে আলোচনায় আসেন পূজা। তখন সাক্ষাৎকারে পূজা সৌম্যের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন।

প্রিয়ন্তি দেবনাথ পূজার বাড়ি খুলনায়। বর্তমানে রাজধানীর গ্রিন রোডে থাকেন পূজার পরিবার। তার বাবা ব্যবসায়ী। পূজা বর্তমানে রাজধানীর একটি কলেজে ও-লেভেল হায়ার সেকেন্ডারিতে (এইচএসসি) পড়ছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি