ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ইতালিতে করোনার পরীক্ষায় মেসিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২০

পুরো পৃথিবী জুড়ে আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস। এক দেশ থেকে অন্য দেশে গেলেই করোনার পরীক্ষা দিতে হচ্ছে যাত্রীদের। এবার সেই পরীক্ষার মুখোমুখি লিওনেল মেসিরাও!

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের খেলায় মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইতালির ক্লাব নাপোলি। সেই ম্যাচকে সামনে রেখে মেসিরা ইতালিতে পৌঁছালে তাদেরকেও করোনা ভাইরাসের পরীক্ষা দিতে হবে।

ইতালিতে এরই মধ্যে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। দেশটির উত্তর অঞ্চলে পাওয়া গেছে রোগী। এছাড়া ওই অঞ্চলে করোনার ৮০টি লক্ষণ সনাক্ত করা হয়েছে। তবে নাপোলির দিকে রোগের কোন লক্ষণ সনাক্ত হয়নি।

তবে ঝুঁকি এড়াতে এরই মধ্যে ইতালির লিগ সিরি আ’র চারটি ম্যাচ বাতিল করা হয়েছে। তার মধ্যে ইতালি জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে সাম্পাদোরিয়ার ম্যাচও ছিল। সেদেশের প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন, লিগের ২৬তম রাউন্ডের সব খেলা স্থগিত করতে।

ইএসপিএন এফসি তাদের প্রতিবেদনের জানিয়েছে, দেশটিতে পৌঁছানোর পর বার্সেলোনার খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। করোনা ভাইরাসের কোনো লক্ষণ ধরা পড়লে সেখান থেকে সরাসরি নেয়া হবে হাসপাতালে। দল থেকে আলাদা রাখা হবে তাকে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি