ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আজ সৌম্য সরকারের বিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১১:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২০

জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার আজ বুধবার মধ্যরাতে বিয়ের পিঁড়িতে বসছেন। খুলনা ক্লাব মিলনায়তনে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।

সৌম্য সরকারের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাতে সাতক্ষীরা জেলা শহরের অদূরে একটি বাগানবাড়িতে আয়োজন করা হয়েছে বউভাত অনুষ্ঠানের। দুই হাজার অতিথি এ অনুষ্ঠানের নিমন্ত্রণ কার্ড পেয়েছেন। বিয়ে উপলক্ষে সৌম্য সরকারের সাতক্ষীরার বাড়িতে এখন সাজ সাজ রব।

সৌম্যর হবু স্ত্রীর নাম প্রিয়ন্তি দেবনাথ পূজা। তিনি ঢাকার একটি ইংলিশ মিডিয়াম কলেজ থেকে এ বছর ‘ও’ লেভেল পরীক্ষা দিয়েছেন। তার গ্রামের বাড়ি খুলনা শহরের টুটপাড়ায়। বর্তমানে বাবার সঙ্গে বসবাস করেন ঢাকায়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি