ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ৪ মার্চ ২০২০

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ গেমস আয়োজনের সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, মুজিববর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এবারের বাংলাদেশ গেমসকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছি। ১ এপ্রিল গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে গেমসের সাংগঠনিক কমিটির প্রথম সভা শেষে এসব কথা বলেন তিনি।

গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, তথ্য সচিব কামরুন নাহার, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

১০ মার্চ অর্থমন্ত্রীর সভাপতিত্বে সাংগঠনিক কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ৩১টি ডিসিপ্লিনে প্রায় ১২ হাজার ক্রীড়াবিদ অংশ নেবেন। দেশের ২০টি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি