ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা মাশরাফির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ৫ মার্চ ২০২০ | আপডেট: ১৬:৪২, ৫ মার্চ ২০২০

মাশরাফি বিন মর্তুজা

মাশরাফি বিন মর্তুজা

Ekushey Television Ltd.

মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের ক্রিকেটে তার অবদান এক কথায় অনস্বীকার্য। বহুদনি ধরেই তার অবসর নিয়ে আলোচনা চলছে। অবশেষে ঘোষণা এলো অধিনায়কের মুখ থেকেই। তবে একেবারে খেলা ছাড়ছেন না তিনি। ছাড়ছেন অধিনায়কত্ব।

আজ অনুশীলনে সতীর্থদের সঙ্গে ফুটবল খেলেন মাশরাফি বিন মর্তুজা। এরপর সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক। এসেই বলেন, ‘আমার কিছু কথা বলার আছে।’

এরপর লিখিত বক্তব্য পড়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানিয়ে দেন, শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডেই অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ।

তিনি আরও জানিয়েছেন, এই সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। তবে সুযোগ হলে বাংলাদেশের হয়ে খেলে যেতে চান ম্যাশ।

পরবর্তী বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন অধিনায়ক নির্বাচনের কথা বলেছেন বিদায়ী অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘আমি আশা করব ২০২৩ সালের বিশ্বকাপকে মাথায় রেখে যেন পরবর্তী অধিনায়ককে পর্যাপ্ত সময় দেওয়া হয়।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি