বৃষ্টির কল্যাণে ফাইনালে ভারত
প্রকাশিত : ১৬:৫৯, ৫ মার্চ ২০২০
ভারতীয় নারী দল
তুমুল বৃষ্টিতে ভেসে গেছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকেও মান ভাঙানো যায়নি আকাশের। আর তাতেই কপাল খুলে যায় ভারতের মেয়েদের। গ্রুপ পর্বে অপরাজিত থাকা হরমনপ্রীত কাউরের দল পৌঁছে যায় ফাইনালে। সাতটি আসরের মধ্যে এবারই প্রথম ফাইনালে উঠল ভারতীয় নারী দল।
বুধবার সিডনিতে মুষলধারে বৃষ্টি হওয়ায় টস পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। যাতে পরিত্যক্ত ঘোষণা করা হয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সেমি-ফাইনালের লড়াইটি। নিয়মানুযায়ী গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় সেমি-ফাইনালে উঠল ভারত।
অন্যদিকে, সেমি-ফাইনালে না খেলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাওয়ায় হতাশ ইংল্যান্ডের খেলোয়াড়রা। অনেককে কাঁদতেও দেখা গেছে।
এদিকে, কোনও রিজার্ভ ডে না থাকার সমালোচনা করেছেন ইংল্যান্ড অধিনায়ক হিথার নাইট। ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে একমত পোষণ করেছেন ভারতীয় অধিনায়ক হারমন প্রীত কাউরও।
এনএস/