ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পরবর্তী অধিনায়ক হিসেবে আলোচনায় যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ৬ মার্চ ২০২০ | আপডেট: ১৩:০৪, ৬ মার্চ ২০২০

আজই শেষ হচ্ছে ওয়ানডে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ। এ ম্যাচকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে টাইগার শিবিরে। একদিকে মাশরাফির শেষ ম্যাচ, অন্যদিকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার ম্যাচ, আরেকদিকে বিশ্বের ২৫তম অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচ জয় করার রেকর্ড। সব মিলিয়ে এ ম্যাচকে ঘিরে উত্তেজনায় দেশের কোটি কোটি দর্শকরা। 

তবে সবকিছুকে পিছু ফেলে আলোচনায় ঘুরে ফিরে আসছে মাশরাফির পর কে হচ্ছেন ওয়ানডেতে টাইগারদের দলপতি।

শোনা যাচ্ছে, দলে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থাকলে তিনিই হতেন অধিনায়ক। তবে তিনি না থাকায় অধিনায়ক হিসেবে ভাবতে হচ্ছে বিসিবিকে। তবে অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রয়েছেন আলোচনায়। 

এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, সাকিব আল হাসান ফিরলে অধিনায়ক হিসেবে তিনি হবেন প্রথম পছন্দ। সাকিবের ফেরার জন্য অপেক্ষা করতে হবে। তার আগে পাকিস্তান সফরে একটি ওয়ানডের জন্য নতুন অধিনায়ক নির্বাচন করতে হবে। মুশফিকুর রহিম ২০১১-২০১৪ সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। গত বছর শ্রীলংকা সফরে মাশরাফির ইনজুরির কারণে নেতৃত্ব দিয়েছিলেন তামিম ইকবাল। এছাড়া মাহমুদউল্লাহর টেস্ট ও টি ২০ অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। 

মাশরাফির পর কে হতে যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক? এ বিষয়ে বিদায়ী নেতা জানালেন, অধিনায়কের দৌঁড়ে রয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ।

মাশরাফি বলেন, ‘সাকিব এখন বাইরে (নিষিদ্ধ), তিন সিনিয়রের অধিনায়ক হওয়ার যোগ্যতা আছে। সাকিব আসার পর কী হবে জানি না।’ নতুন অধিনায়ক যিনিই হন না কেন, সুযোগ পেলে তাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন মাশরাফি, ‘নতুন অধিনায়কের জন্য শুভকামনা। আমার বিশ্বাস, সে দলকে আরও এগিয়ে নিয়ে যাবে। সুযোগ পেলে আমি অধিনায়ককে সব ধরনের সহযোগিতা করে যাব।’

বিসিবির একটি সূত্র জানিয়েছে, আপাতত তামিমই বিসিবির প্রথম পছন্দ। তবে শ্রীলংকা সফরে দল খারাপ করায় অন্য ভাবনাও আছে। মুশফিকুর রহিম সামলে রাখতে পারেন না- এমন কথাও হয়েছে। আর মাহমুদউল্লাহকে টি ২০ ফরম্যাটের দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে নির্বাচন করতে চায় বোর্ড। উভয় সংকটে রয়েছে বিসিবি। আগামী সপ্তাহে আলোচনায় বসবেন পরিচালকরা। তখনই নতুন অধিনায়ক ঠিক করা হবে।

সিনিয়রদের বাইরে মোসাদ্দেক হোসেন ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে আলোচনা হয়েছে। মোসাদ্দেক ঘন ঘন ইনজুরিতে পড়েন। 

দেশের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন বলেন, ‘দলের মধ্য থেকেই কাউকে বেছে নিতে হবে। আগে দেখতে হবে তাকে সবাই সম্মান করে কি না। নেতৃত্বটা কতটা ভালো বোঝে।’

১৯৮৬ থেকে বাংলাদেশকে ১৪ অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন। সর্বোচ্চ ৮৭ ওয়ানডে ম্যাচের ব্যাটন ছিল মাশরাফির হাতে। আজ সেটা হবে ৮৮। দ্বিতীয় স্থানে থাকা হাবিবুল বাশার দিয়েছেন ৬৯ ম্যাচে নেতৃত্ব।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি