ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেঞ্চুরির পথে তামিম-লিটন

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ১৬:০১, ৬ মার্চ ২০২০

তামিম ইকবাল ও লিটন দাস

তামিম ইকবাল ও লিটন দাস

Ekushey Television Ltd.

টস হেরে আগে ব্যাট করতে নেমে লিটন-তামিমের ব্যাটে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। এরইমধ্যে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন দুই ওপেনার, ছুটছেন সেঞ্চুরির লক্ষ্যেই। একইসঙ্গে দলীয় স্কোরকে ফের তিনশ পার করে রানের পাহাড় গড়তে চায় বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ১৬৩ রান। ফিফটি পূরণ করা দুই ওপেনারের মধ্যে লিটন দাস ৯১ রানে এবং তামিম ইকবাল ৭১ রানে ব্যাট করে চলেছেন। দুজনেই ছুটছেন সেঞ্চুরির লক্ষ্যে। 

আজ শুক্রবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী জিম্বাবুয়ে। 

আগের দুই ম্যাচেই সেঞ্চুরি পাওয়া দুই ওপেনারের ব্যাটে চড়ে এদিন নবম ওভারেই দলীয় পঞ্চাশে পৌঁছে দল। আর লিটন ও তামিমের চার-ছক্কার ফুলঝুরিতে ১৮তম ওভারেই দলীয় শতরানে পৌঁছে দল।

একইসঙ্গে ওয়ানডে ক্যারিয়ারে ৩৬তম ম্যাচে এসে চতুর্থ ফিফটি তুলে নেন দুটি সেঞ্চুরি হাঁকানো লিটন দাস। সাত চারের সাহায্যে ৫৪ বলেই ফিফটি তুলে নেন লিটন। এদিন ৯৭ রান করতে পারলেই ওয়ানডেতে এক হাজার রানের ক্লাবে ঢুকে পড়বেন এই ওপেনার।

অন্যদিকে, লিটনের পরই ২০৭তম ম্যাচ খেলতে নামা তামিম ইকবাল তুলে নেন ক্যারিয়ারের ৪৮তম ফিফটি। তবে বাঁহাতি এই ওপেনার খেলেছেন লিটনের থেকেও ছয়টি বল বেশি। ৬০ বলে ফিফটি পাওয়া তামিম এসময়ে হাঁকান তিনটি চারের সঙ্গে দুটি বিশাল ছক্কাও। ১২টি শতক হাঁকানো দেশ সেরা এই ওপেনার গত ম্যাচেই হাঁকিয়েছেন সর্বশেষটি। ক্যারিয়ার সেরা ১৫৮ রান করে আউট হন তিনি। 

এদিকে, প্রথম দুই ওয়ানডে জিতে এরইমধ্যে সিরিজটি নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। যার ফলে সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে অনেকটা নিয়মরক্ষার ম্যাচে। তবে জিম্বাবুয়ে চাইবে মান বাঁচাতে হার ঠেকাতে। আর বাংলাদেশ চাইবে স্কোর লাইন ৩-০ করতে।

এই ম্যাচটা শুধু জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার জন্য নয়, দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বিদায়ী অর্ঘ্য দেয়ার জন্যও। এই ম্যাচ দিয়েই যে শেষ হচ্ছে টাইগারদের আরেকটা অধ্যায়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি