ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল প্রোটিয়ারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ৮ মার্চ ২০২০

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজের সবকয়টি ম্যাচই জিতে নেয় প্রেটিয়ারা।

শনিবার পচেফস্ট্রোমে টস হেরে ব্যাট করতে নেমে মার্নুস লাবুসচেনের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৫৪ রান তোলে অস্ট্রেলিয়া। ১০৮ বলে ৮ চারে সমান ১০৮ রান করে সাজ ঘরে ফেরেন লাবুসচেন।

জবাবে ট্রেভর স্মটস, কাইল ভারেনে ও হেইনরিচ ক্লায়াসেনের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৫৮ রান তুলে সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা।  

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৫৪/৭ (ওয়ার্নার ৪, ফিঞ্চ ২২, স্মিথ ২০, লাবুশেন ১০৮, শর্ট ৩৬, মার্শ ৩২, কেয়ারি ০, জাই রিচার্ডসন ২৪*, কেন রিচার্ডসন ০*; নরকিয়া ৭-০-৩৫-২, সিপামলা ৮-০-৪০-০, ডুপাভিলন ৬-০-২১-১, ফেলুকওয়ায়ো ৭-০-৪৯-১, মহারাজ ১০-০-৪৫-০, ক্লাসেন ৩-০-১৯-০, স্মাটস ৯-১-৪২-২) 

দক্ষিণ আফ্রিকা: ৪৫.৩ ওভারে ২৫৮/৪ (মালান ২৩, ডি কক ২৬, স্মাটস ৮৪ , ভেরেইন ৫০, ক্লাসেন ৬৮*, মিলার ৩*; জাই রিচার্ডসন ১০-১-৫৮-০, হেইজেলউড ১০-১-৩৭-১, কেন রিচার্ডসন ৯-০-৬৩-১, জ্যাম্পা ১০-০-৪৫-১, মার্শ ১.৩-০-২১-০, ফিঞ্চ ২-০-১১-০, শর্ট ৩-০-২০-০)

ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা

প্লেয়ার অব দা ম্যাচ: জন-জন স্মাটস

প্লেয়ার অব দা সিরিজ: হাইনরিখ ক্লাসেন

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি