ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ৮ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক নারী দিবসে আইসিসি ওমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। রোববার বিশ্বসেরা হওয়ার লক্ষ্যেই মাঠে নামছে ভারত। অন্যদিকে ভারতকে হারিয়ে খেতাব ধরে রাখতে মরিয়া অস্ট্রেলিয়া দলও।

বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। ম্যাচটি হবে মেলবোর্নের বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

গোটা বিশ্বকাপে একটাও ম্যাচ হারেনি ভারত। গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল লেডি টিম ইন্ডিয়া। তাও আবার বিশ্বকাপের প্রথম ম্যাচে। ফের বিশ্বকাপের ক্লাইম্যাক্সে মুখোমুখি দুই দল।

ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক-এ। লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার-এ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি