ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চলতি মাসেই মাঠে নামছেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৮ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

আইসিসির শাস্তি মাথা পেতে নিয়ে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন ক্রিকেটের বাইরে। ক্রিকেট সমর্থকদের তাই মন খারাপ।

চলতি বছরের অক্টোবরে আবার মাঠে ফেরার কথা রয়েছে বিশ্বসেরা এই অল রাউন্ডারের। তবে জানা গেছে, চলতি মাসেই মাঠে নামবেন সাকিব। নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার আগেই।

আগামী ২৮ মার্চ মাঠে নামবেন সাকিব। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মেলবোর্নের মুখোমুখি হবে সিডনি। সেই ম্যাচে খেলবেন তারকা অলরাউন্ডার।

ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টিব্যাল- নামের এই ম্যাচে সাকিব ছাড়াও একাধিক তারকা খেলবেন। মেলবোর্নের হয়ে খেলবেন সাকিব। চ্যারিটি ম্যাচ বলে খেলতে পারবেন সাকিব। এই ধরণের ম্যাচ খেলতে তার বাধা নেই। অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের জাতীয় দলে ফিরতে পারেন তিনি।

গত বছর অক্টোবরে আইসিসি তাকে দু’বছরের জন্য নির্বাসন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সাকিব দায় স্বীকার করে নেওয়ায় শাস্তির মেয়াদ কমে এক বছর হয়ে যায়। মেলবোর্নের হয়ে সাকিব খেলতে নামবেন শুনে প্রবাসী বাঙালিরা ইতিমধ্যে ওই ম্যাচের টিকিত কাটতে শুরু করেছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি