ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সন্ধ্যায় টি-টুয়েন্টি সিরিজে মাঠে নামছে জিম্বাবুয়ে-বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ৯ মার্চ ২০২০

টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে আজ সোমবার সন্ধ্যায় টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে টেস্ট এবং ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে টি-টুয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা।

দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম খেলা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা ৬টায়।

লংগার ভার্সনের পর ওয়ানডেতে জিম্বাবুয়েকে এক প্রকার উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দুই সিরিজেই বলতে গেলে কোনও প্রতিদ্বন্দ্বিতা গড়তে ব্যর্থ অতিথিরা।

এবার শর্ট ভার্সনের লড়াই। চার-ছয়ের ফুলঝুড়িতে মেতে উঠবে ক্রিকেট ভক্তরা। দুইটি সিরিজ নিজেদের করে নেয়ার পর এবার টি-টুয়েন্টিতে চোখ টাইগারদের। বর্তমান প্রেক্ষাপটে নিরঙ্কুশ ফেভারিট হিসেবে মাঠে নামবে মাহমুদুল্লাহর দল। সিরিজ জয়ের মিশনে প্রথম ম্যাচ জিতে নিজেদের কাজটা আগেই সেরে রাখতে চায় লাল-সবুজের দল।

এদিকে, আফ্রিকান প্রতিনিধি জিম্বাবুয়ে এবারের সফরে যেন লড়াই করতেই ভুলে গেছে। ব্যাটিং, বোলিং প্রতিটি বিভাগেই অসহায় আত্মসমর্পণ করছে অরেঞ্জ-ইয়োলোরা। তবে, শর্ট ভার্সনে ঘুরে দাঁড়াতে মরিয়া অতিথি দল। মাঠের শক্তিতে পিছিয়ে থাকলেও নিজেদের উজাড় করে প্রথম ম্যাচে সাফল্য পেতে আত্মবিশ্বাসী টিম জিম্বাবুয়ে।

টি-টুয়েন্টিতে দুই দলের এর আগে ১১ মোকাবিলায় বাংলাদেশের ৭ জয়ের বিপরীতে জিম্বাবুয়ে জিতেছে ৪ ম্যাচ।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি