ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

চার-ছক্কায় উড়ন্ত সূচনা টাইগারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ৯ মার্চ ২০২০ | আপডেট: ১৮:২০, ৯ মার্চ ২০২০

তামিম ইকবাল ও লিটন দাস

তামিম ইকবাল ও লিটন দাস

স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি তামিম-লিটন সূচনা করেছেন চার-ছকার হাঁকিয়েই।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ৪৮ রান। তামিম ইকবাল দুই চার ও এক ছক্কায় ২১ রানে এবং মারকুটে লিটন দাস চারটি চার ও এক ছক্কায় ২৬ রানে ক্রিজে আছেন। 

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসে জিম্বাবুয়ে। এর পর টেস্টে ভরাডুবি এবং ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর ক্রিকেটের ছোট সংস্করণ টি২০-তে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন সফরকারী দলের অধিনায়ক।

এর আগে সবমিলিয়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ে টি-টোয়েন্টিতে মোট ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় ৭টি, আর জিম্বাবুয়ের ৪টি। সর্বশেষ ৫ ম্যাচে বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় ২টি।

ম্যাচটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি। আগামী বুধবার একই মাঠে, একই সময়ে দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টি-টোয়েন্টি একাদশ:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, আফিফ হোসাইন, সৌম্য সরকার, সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি