ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ১৮:০৩, ১১ মার্চ ২০২০

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Ekushey Television Ltd.

প্রথমবারের মতো তিন ফরম্যাটের সিরিজেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে মিরপুরে শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে দলে তিন পরিবর্তন এনে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।   

আজ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু সন্ধ্যা ৬টায়। তার আগে সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হওয়া মুদ্রা নিক্ষেপণে জয়ী হন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ।

এর আগে চলতি সফরের শুরুতে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। টেস্ট ও ওয়ানডেতে শতভাগ সাফল্য নিয়ে দুর্দান্ত জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজও শুরু করে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি ৪৮ রানে জিতে টাইগাররা।

আজ দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলে ২-০ ব্যবধানে সিরিজ জিতবে বাংলাদেশ। সেই সাথে প্রায় এক মাসের সফর জয় ছাড়াই শেষ করতে হবে জিম্বাবুয়েকে। পুরো সফরে জিম্বাবুয়েকে সবগুলো ম্যাচে হারানোর লক্ষ্যই ছিল বাংলাদেশের।

এদিকে, আজ দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বেশ খানিকটা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বাংলাদেশ, দলে এনেছে তিন পরিবর্তন। দেশ সেরা ওপেনার তামিম ইকবাল, আমিনুল ইসলাম বিপ্লব ও শফিউল ইসলামকে বিশ্রামে দেয়া হয়েছে। পরিবর্তে মোহাম্মদ নাঈম শেখ, আল-আমিন হোসেন ও হাসান মাহমুদকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে হাসান মাহমুদের।

বাংলাদেশ একাদশ: 
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), মেহেদী হাসান, আফিফ হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: 
তিনাশে কামুনহুকামুয়ে, ব্র্যান্ডন টেলর, ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতম্বোজি, কার্ল মুম্বা, ক্রিস এমপোফু, চার্লটন টিশুমা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি