ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লিভারপুলকে বিদায় করে কোয়ার্টারে অ্যাতলেটিকো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ১২ মার্চ ২০২০

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে শেষ আটে জায়গা করে নিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ ও পিএসজি।

প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে ১-০ গোলে হেরেছিল লিভারপুল। এবার নিজেদের মাঠেও লড়াই করে হেরেছে গত আসরের চ্যাম্পিয়নরা।

বুধবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে ৩-২ গোলে হারে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। আর দুই লেগের অ্যাগ্রিগেটে ৪-২ গোলে শেষ আটে পা রাখে দিয়েগো সিমিওনের দল।

অ্যাতলেটিকোর এ জয়ে অতিরিক্ত সময়ে জোড়া গোল করে দারুণ ভূমিকা রাখেন লরেন্তো। তবে গোলরক্ষক ইয়ান ওবলাক প্রাচীরের সামনে পেরে ওঠেনি লিভারপুল ফুটবলাররা।

এ ম্যাচ হারের ফলে ঘরের মাঠ অ্যানফিল্ডে টানা ৪৩ ম্যাচ পর পরাজয় দেখল লিভারপুল। এতে শেষ ষোলো থেকেই বিদায় নিল গত আসরের চ্যাম্পিয়নরা।

এদিকে, ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ড ২-১ গোলে জিতলেও ফিরতি পর্বের খেলায় পিএসজির মাঠে হেরেছে ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি