ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনায় দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ১৩ মার্চ ২০২০

বিশ্বজুড়ে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ায় ক্রীড়াঙ্গনেও এর প্রভাব পড়েছে। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) বাতিল করেছে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের সবগুলো ম্যাচ। 

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিফা।

ফিফা জানায়, দক্ষিণ আমেরিকার দেশগুলোর ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাই ২৬ থেকে ৩১ মার্চের মধ্যে অনুষ্ঠিতব্য ২০২২ সালে কাতারে আয়োজিত বিশ্বকাপের মূল লড়াইয়ে খেলার যোগ্যতা অর্জনের জন্য দক্ষিণ আমেরিকার দেশগুলোর বাছাই পর্বের ম্যাচগুলোর তারিখ পুনর্বিন্যাস করা হচ্ছে।

ফিফা জানায়, খুব শীঘ্রই আলোচনা ওই ম্যাচগুলোর নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

এদিকে করোনায় আক্রান্ত জুভেন্টাস তারকা দানিয়েলে রুগানি। ভীতি ছড়িয়ে পড়েছে তার সতীর্থদের মাঝেও। ইতিমধ্যেই ক্রিস্টিয়ানো রোনালদোসহ জুভেন্টাসের বেশ কয়েকজন ফুটবলারকে নেয়া হয়েছে ‘হোম কোয়ারেন্টাইনে।’ বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ ক্রীড়া দৈনিক ‘এ বোলা’।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি