ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

করোনা নিয়ে আবেগঘন বার্তা রোনালদোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ১৪ মার্চ ২০২০

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

Ekushey Television Ltd.

দুই দিন আগে কোয়ারেন্টাইনে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইন্টার মিলানের সঙ্গে ম্যাচ খেলেই পর্তুগালের মাদেইরাতে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন তিনি। সেখান থেকেই রোনালদো সবাইকে আহ্বান জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট করা এক বার্তায় রোনালদো লিখেছেন, ‘পৃথিবী এখন অনেক বাজে একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিত এই সমস্যার প্রতি গুরুত্ব দেয়া। আজ আমি আপনাদের সামনে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আসিনি। এসেছি একজন সন্তান, একজন বাবা, একজন মানুষ হিসেবে, যে কিনা বিশ্বের এই খারাপ সময় সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন।’

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রোনালদো বলেন, ‘আমরা কীভাবে এই পরিস্থিতি সামলাব সেটার জন্য ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) পরামর্শ আমাদের সবাইকে মানতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এটাই সবচেয়ে বেশি কাজে দেবে।’

করোনায় স্বজন হারানো ও আক্রান্তদের প্রতি সহানুভূতি জানিয়ে রোনালদো বলেছেন, ‘যারা কাছের কাউকে হারিয়েছে তাদের জন্য আমার সমবেদনা, আর আমার সতীর্থ ড্যানিয়েল রুগানির মতো যারা এই ভাইরাসের বিরুদ্ধে লড়ছে তাদের প্রতি সংহতি জানাই। আর যে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে রেখে অন্যকে বাঁচাচ্ছেন তাদের প্রতি আমার সমর্থন অব্যাহত থাকবে।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি