ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্রিকেটারদের হাত মেলানো নিরুৎসাহিত করছে বিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ১৪ মার্চ ২০২০

অনুশীলনে ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

অনুশীলনে ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

Ekushey Television Ltd.

করোনা ভাইরাস এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্রিকেটারদের হাত মেলানো নিরুৎসাহিত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিষয়ে প্রতিটি দলের সঙ্গে আলোচনা করতে বিকালে বৈঠক করার কথা ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘হাত মেলানোর যেই প্রচলিত বিধান সেটা কীভাবে কমানো যায়, সে বিষয়ে আলোচনা হবে। আমরা যেহেতু অভ্যস্ত এ ব্যাপারে। (করোনা ভাইরাস প্রতিরোধে) এ রকম কিছু বিষয় যেন দলগুলো অনুসরণ করে সেটা নির্ধারণ করা হবে।’ 

তিনি আরও বলেন, কোনো খেলোয়াড় বা কর্মকর্তা যদি সামান্যতম অসুস্থবোধ করে বা কোনো ধরনের লক্ষণ দেখা দেয়, তাহলে যেন বিসিবির মেডিক্যাল দল ও ক্লাবকে জানায়। ক্লাব যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে।

বৈঠকে গৃহীত সতর্কতামূলক পরামর্শগুলো প্রতিটি ক্লাব এবং সকল ক্রিকেটারকে জানিয়ে দেয়ার কথাও বলেছেন তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি