ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই জাপান অলিম্পিক হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ১৫ মার্চ ২০২০ | আপডেট: ১১:১৮, ১৫ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে জাপান অলিম্পিক হবে বলে আশ্বস্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

তবে এ ব্যাপারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলেও জানান তিনি। এ বিষয়ে আবে বলেন, করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার কাটিয়ে উঠব এবং পরিকল্পনা অনুযায়ী কোনো সমস্যা ছাড়াই অলিম্পিক আয়োজন করা সম্ভব হবে।

মহামারী আকার নেওয়া করোনা ভাইরাসে জাপানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪০০-এর বেশি এবং মারা গেছে ২৮ জন। সংক্রমণ এড়াতে দর্শকের উপস্থিতি ছাড়াই গত বৃহস্পতিবার গ্রিসের প্রাচীন অলিম্পিয়ায় হয়ে গেছে টোকিও অলিম্পিকের মশাল প্রজ্জ্বলন।

মশাল রিলের জাপান পর্ব শুরু হবে আগামী ২৬ মার্চ, ফুকুশিমায়। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অলিম্পিকের বেশ কিছু ট্রায়াল ইভেন্ট স্থগিত করেছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি