ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১৬ মার্চ ২০২০ | আপডেট: ১৫:৩৯, ১৬ মার্চ ২০২০

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। করাচীতে ১ এপ্রিলের ওয়ানডে ম্যাচ এবং ৫ এপ্রিল থেকে একটি টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল তা এখন স্থগিত। 

এ খবর নিশ্চিত করে আজ (সোমবার) সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে। পরবর্তীতে দুই দেশের ক্রিকেট বোর্ড সমঝোতার ভিত্তিতে নতুন তারিখ নির্ধারণ করবে।

পাকিস্তান ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টও অনির্দিষ্টকালীন সময়ের জন্য স্থগিত করেছে পিসিবি।

এর আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, অনিশ্চয়তা অবশ্যই আছে। দুই একদিনের মধ্যে সব নিশ্চিত হয়ে যাবে। ভেন্যু সমস্যা নয়, সমস্যা দেশ ভ্রমণে। খেলা শেষে দেশে এসে খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে থাকা তো সম্ভব নয়।

এর আগে দুই দফায় টি-টোয়েন্টি ও টেস্ট খেলে এসেছে টাইগাররা। তৃতীয় ধাপে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে চলতি মাসের ২৯ তারিখে করাচি যাওয়ার কথা ছিল তাদের।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি