ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনার প্রাদুর্ভাব নিয়ে সাকিবের স্ট্যাটাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ১৬ মার্চ ২০২০

করোনার প্রাদুর্ভাব নিয়ে সাকিবের স্ট্যাটাস

করোনার প্রাদুর্ভাব নিয়ে সাকিবের স্ট্যাটাস

Ekushey Television Ltd.

মহামারি রূপ নেয়া করোনা ভাইরাস যেন থমকে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। এমন প্রেক্ষাপটে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে দেয়া এক স্ট্যাটাসে সাকিব বলেন, ‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমাদের অবশ্যই প্রয়োজনীয় সুরক্ষা নিতে হবে। দৈনন্দিন স্বাস্থ্যসম্মত অভ্যাসের দ্বারা নিজের যত্ন নিন এবং আমাদের চারপাশে সবাইকে সচেতন করে তুলুন। নিরাপদ এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং নিজে সচেতন থাকুন।’

এদিকে, প্রাণঘাতী করোনা ভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মারা গেছেন ৬ হাজার ৫১৬ জন। ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন। বাংলাদেশেও ইতোমধ্যে ৮ জন করোনা আক্রান্ত বলে সনাক্ত হয়েছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি