ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মুজিববর্ষে ক্রীড়াঙ্গনে আজকের আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ১৭ মার্চ ২০২০ | আপডেট: ১১:০৮, ১৭ মার্চ ২০২০

আলোকসজ্জায় বঙ্গবন্ধু স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

আলোকসজ্জায় বঙ্গবন্ধু স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ শুরু হয়েছে ১২টা বাজার সঙ্গে সঙ্গে। সকাল ৭টা ৮ মিনিটে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মুজিববর্ষের কর্মসূচি শুরু হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনও এই দিনটিকে স্মরণীয় করতে রেখেছে সংক্ষিপ্ত কিছু আয়োজন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান বছরব্যাপী। যদিও করোনা ভাইরাসের কারণে জাতীয়ভাবেই বাদ দেয়া হয়েছে অনেক কর্মসূচি। ক্রীড়াঙ্গনও এর ব্যতিক্রম নয়। মঙ্গলবার থেকে ১৪ দিনের জন্য স্থগিত করা হয়েছে সব ধরনের খেলাধুলা। তারপরও স্বাধীনতার স্থপতির জন্মশতবার্ষিকীকে স্বাগত জানাতে সংক্ষিপ্ত কর্মসূচি রেখেছে ক্রীড়াঙ্গন। 

সকাল ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এক নম্বর ফটকের পাশে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে
জাতীয় ক্রীড়া পরিষদ।

জন্মশতবার্ষিকীর প্রথম দিন আজ সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে কেট কাটা হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ
আহসান রাসেল এমপি কেক কাটবেন। আলোকসজ্জা করা হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। কেক কাটার পর এখানে স্বল্প
পরিসরে আতশবাজি হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি