ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

করোনায় রিয়ালের সাবেক সভাপতির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২২ মার্চ ২০২০ | আপডেট: ১৪:২২, ২২ মার্চ ২০২০

লরেনসো সানজ, ছবি: সংগৃহীত

লরেনসো সানজ, ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেনসো সানজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি।

গত মঙ্গলবার মাদ্রিদের ফান্দাসিওন জিমেনেস দিয়াস হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানেই শনিবার (২১ মার্চ) তার মৃত্যু হয় বলে টুইটার পোস্টে জানান তার ছেলে ফার্নান্দো সানজ।

ফার্নান্দো টুইটারে লিখেন-
‘এই মাত্র আমার বাবা মারা গেলেন। এভাবে চলে যাওয়াটা প্রাপ্য ছিল না তার। আমার জীবনে দেখা তিনি অন্যতম একজন সাহসী ও কঠোর পরিশ্রমী মানুষ। পরিবার ও রিয়াল মাদ্রিদ ছিল তার আবেগের জায়গা।’

রিয়াল মাদ্রিদের এক বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ এবং বোর্ড পরিচালকরা অত্যন্ত দুঃখ ও শোকের সঙ্গে জানাচ্ছে, লরেনসো সানজ মারা গেছেন। তিনি ১৯৯৫ থেকে ২০০০ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সভাপতি ছিলেন। আমরা শোকাহত এমন এক সভাপতির জন্য, যিনি জীবনের একটা বড় অংশ নিংড়ে দিয়েছিলেন রিয়ালের জন্য। এই অবস্থায় রিয়াল যত দ্রুত সম্ভব তাঁকে প্রাপ্য মর্যাদা দেওয়ার চেষ্টা করবে।’

লরেনসো সানজ সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটির সভাপতি থাকাকালীন সময়ে ইউরোপিয়ান কাপ শিরোপা দুইবার জেতে রিয়াল। একবার জেতে লা লিগা। রবের্তো কার্লোস, ক্লারেন্স সিডর্ফ ও ড্যাভর সুকারের মতো তারকা খেলোয়াড়কে চুক্তিভুক্ত করান রিয়ালে।

মৃত্যুকালে স্ত্রী ও পাঁচ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান সানজ। তার ছেলে ডিফেন্ডার ফার্নান্দো চার বছর রিয়ালের হয়ে খেলেছেন। বর্তমানে তিনি লা লিগার শুভেচ্ছা দূত।

সানজের মৃত্যুতে রিয়ালের ফুটবলাররা শোক প্রকাশ করেছেন। মিয়াতোভিচ বলেন, ‘সানজ আমাকে তাঁর ছেলের চোখে দেখতেন। এটা আমার জন্য অন্যতম দুঃখের রাত।’

রিয়ালের সাবেক অধিনায়ক ইকার ক্যাসিয়াসের টুইট, ‘শান্তিতে ঘুমোন সভাপতি। এই কঠিন সময়ে তাঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই। এই মরণভাইরাসে যারা চলে গেছেন, তাদেরও স্মরণ করছি।’

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি