ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রিয়ালের আরেক সাবেক সভাপতি করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ২৪ মার্চ ২০২০

ফার্নান্দো মার্টিন আলভারেজ । ছবি সংগৃহীত

ফার্নান্দো মার্টিন আলভারেজ । ছবি সংগৃহীত

করোনার থাবায় কাঁপছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাবটির সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জকে হারানোর পর এবার রিয়ালের আরেক সাবেক সভাপতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

জানা যায়, সাবেক সভাপতি ফার্নান্দো মার্টিন আলভারেজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাদ্রিদের পুয়ের্তো দে হিয়েরো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন।

এর আগে শনিবার মারা যান রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি সাঞ্জ। তাকেও রাখা হয়েছিল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। কিন্তু করোনার থাবা থেকে রক্ষা করা সম্ভব হয়নি।

রিয়ালের সূত্রে জানা যায়, ৭২ বছর বয়সী মার্টিন ২০০৬ সালে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত রিয়ালের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের অধীনে বোর্ড পরিচালকের দায়িত্বও পালন করেছেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি