ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

এবার করোনায় স্যাক্সোফোন কিংবদন্তি মনু দিবাঙ্গোর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ২৫ মার্চ ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আফ্রিকান স্যাক্সোফোন কিংবদন্তি মনু দিবাঙ্গো। ক্যামেরুনের কিংবদন্তি এই শিল্পী প্যারিসের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

মনু দিবাঙ্গোর ফেইসবুক পেজে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

সেখানে জানান হয়, ‘গভীর দুঃখের সাথে আমরা আপনাকে মনু দিবাঙ্গোর মৃত্যুর খবর জানাচ্ছি।’ 

তার অন্ত্যেষ্টিক্রিয়া কঠোর গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে বলা হয়।

উল্লেখ্য, মনু দিবাঙ্গো ১৯৩৩ সালে ক্যামেরুনের দৌয়ালায় জন্মগ্রহণ করেন। ফ্রান্সে হাইস্কুল জীবনে তিনি বাদ্যযন্ত্র জানানো শেখা শুরু করেন। পিয়ানো দিয়ে তার হাতে খড়ি, এরপর স্যাক্সোফোন। যেটি বাজিয়ে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠা করেন মনু দিবাঙ্গো।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি