ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই পর্যন্ত সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট স্থগিত : আইসিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ২৭ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে জুলাই পর্যন্ত সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট স্থগিত করেছে আইসিসি।

বৃহস্পতিবার আইসিসির হেড অব ইভেন্ট ক্রিস টিটলে জানিয়েছেন, খেলোয়াড়, ফ্যান এবং সংশ্লিষ্ট সকলের নিরাপ্তার বিষয়টি আইসিসি সর্বোচ্চ গুরুত্ব দেয়। আর একারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের যে ম্যাচগুলো জুন মাসের ৩০ তারিখের মধ্যে মাঠে গড়ানোর কথা ছিলো সেগুলো স্থগিত হয়ে গেলো।

এদিকে আইপিএল নিয়ে রোহিতের কাছে প্রশ্ন এলে তিনি বলেন, প্রথমে আমাদের দেশের কথা চিন্তা করা উচিত। এই সংকটময় পরিস্থিতির উন্নতি হওয়া প্রয়োজন। তারপরেই আইপিএল নিয়ে ভাবা যাবে। জীবনকে প্রথমে সাধারণ অবস্থায় ফিরতে দাও।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি