ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাতিলই হচ্ছে এবারের আইপিএল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ৩০ মার্চ ২০২০

আইপিএল ট্রফি

আইপিএল ট্রফি

Ekushey Television Ltd.

মহামারী করোনা ভাইরাসের থাবায় পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে বাতিলের দিকেই এগোচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। যদিও ভারতীয় বোর্ডের তরফে এ ব্যাপারে কোনো ঘোষণা আসেনি এখনো। 

ভারতের ক্রীড়ামন্ত্রণালয় ভিসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই আইপিএল নিয়ে আনুষ্ঠনিক ঘোষণা হবে বলেই সোমবার (৩০ মার্চ) জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, চলমান করোনা সংকটে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরণের ভিসা বাতিল করে দিয়েছে ভারত সরকার। এর পরেও যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই এখনও পর্যন্ত। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় আইপিএল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।  

আইপিএল-এর সঙ্গে যুক্ত এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘এবারের আইপিএল হবে না। আগামী বছর হবে। দেশের কী অবস্থা তা আমরা সবাই জানি। এই পরিস্থিতিতে কেউ ঝুঁকি নেবে না। স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। ফলে পরের বছরই হয়তো আইপিএল হবে।’

এদিকে, গত ১৪ মার্চ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড- বিসিসিআই। সেই সময়ে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি আশা করেছিলেন, কাটছাঁট করে হলেও অনুষ্ঠিত হবে এবারের আইপিএল। 

সেই ১৪ মার্চের পর অবশ্য ইতোমধ্যেই দু’সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। করোনা সংক্রমণের হার বেড়েছে আগের থেকে। এহেন পরিস্থিতিতে বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেন, ‘এই পরিস্থিতিতে সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।’

কিংস ইলেভেন পঞ্জাবের মালিক নেস ওয়াদিয়া বলেছেন, ‘অবস্থার একটুও উন্নতি হয়নি। তাই আইপিএল নিয়ে এখনই কোনও কথা নয়।’ সুতরাং এবারের আইপিএল-যে বাতিলের দিকেই এগোচ্ছে তাতে কোনও সন্দেহ নেই।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি