ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনা সহায়তায় বাটলারের জার্সি নিলামে, ৬৫ হাজার পাউন্ডে বিক্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ৮ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন সবাই। এই লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটার জস বাটলার। সহায়তার জন্য এ ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান বিশ্বকাপ ফাইনাল খেলা জার্সিটি নিলামে তুলেছিলেন। নিলামে ৬৫ হাজার পাউন্ডেরও বেশি অর্থ উঠে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৮ লাখ ৬ হাজার ৭৮১ টাকার কিছু বেশি। 

ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা বিশ্বকাপ জয়ী সব খেলোয়াড়ের স্বাক্ষরযুক্ত হওয়ায় জার্সিটি যে কারো কাছেই অমূল্য। এসব অর্থ যাবে করোনা আক্রান্ত রোগীদের সেবায়। 

বাটলার লন্ডনের রয়্যাল ব্রম্পটন ও ও হারফিল্ড হাসপাতাল সহায়তার জন্য আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানেই সাড়া দিয়েছেন জার্সিটি নিলামে তুলে।    

এক সপ্তাহ আগে ই-বে র মাধ্যমে জার্সিটি নিলামে তোলেন তিনি। মঙ্গলবার নিলামের নির্ধারিত সময় শেষ হয়েছে। যিনি উচ্চমূল্য হেঁকে জার্সিটি ক্রয় করেছেন, তার ব্যয় হয়েছে ৬৫ হাজার ১০০ পাউন্ড।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি