ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

এবার করোনায় মারা গেলেন সাবেক ইংলিশ ফুটবল তারকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ১৮ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডের এক সময়ের তারকা ফুটবলার নরম্যান হান্টার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

লিডসের এক বিবৃতিতে জানানো হয়, কভিড ১৯-এ  সংক্রমিত হওয়ার পরে নরম্যানকে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লিডসের সবচেয়ে সফল যুগের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন নরম্যান। অসাধারণ ট্যাকলিংয়ের জন্য তারকা এই সেন্টার-ব্যাক ‘বাইটস ইয়ের লেগস’ নামে পরিচিতি পান।

লিডসের হয়ে ১৪ বছরের ক্যারিয়ারে দুইবার জেতেন লিগ শিরোপা জেতেন নরম্যান। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্যও ছিলেন তিনি। তবে দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি তার।

নরম্যানের মৃত্যুতে শোক জানিয়েছে লিডস ইউনাইটেড- ‘অসাধারণ স্মৃতি রেখে গেছেন উনি। যা কোনো দিন মুছে ফেলা যাবে না। শোকসন্তপ্ত নরম্যানের পরিবার ও বন্ধুদের সমবেদনা জানানোর ভাষা সত্যিই আমাদের জানা নেই। তার মৃত্যু লিডস পরিবারে গভীর শূন্যতা সৃষ্টি করল।’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি