ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জাভেদ ওমর করোনায় আক্রান্ত নন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ১১ মে ২০২০ | আপডেট: ০৮:৫২, ১১ মে ২০২০

তামিম ইকবালের ফেসবুক লাইভে এসে হাবিবুল বাশার সুমন জাভেদ ওমর বেলিমকে নিয়ে মন্তব্য করেছেন যে জাভেদ ওমর করোনায় আক্রান্ত। আসলে তথ্যটি ভুল। তিনি করোনায় নয়, ডেঙ্গুতে আক্রান্ত।

রোববার রাতে জাভেদ ওমর নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই ব্যাটসম্যান বলেন, ‘আমি করোনা আক্রান্ত নই। এই খবরটি ভুল, আমার আসলে ডেঙ্গু রিপোর্ট পজিটিভ এসেছে। সেটাই হাবিবুল বাশার ভেবেছে যে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।’

কথোপকথনের এক পর্যায়ে তিনি অনুরোধ করেন এমন কোনো প্রতিবেদন যেন সংবাদমাধ্যমগুলো প্রকাশ না করে।

প্রসঙ্গত, এদিন রাতে নিজের ফেইসবুক পেইজে বাংলাদেশ ক্রিকেটের সাবেক তিন অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে ফেসবুক লাইভে আড্ডা দেন তামিম ইকবাল। সেখানেই বিষয়টি উঠে আসে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি