ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অনুশীলনে ফিরছে ইংল্যান্ড ক্রিকেট দল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ১৬ মে ২০২০

ইংল্যান্ড ক্রিকেট দলের ফাইল ছবি

ইংল্যান্ড ক্রিকেট দলের ফাইল ছবি

Ekushey Television Ltd.

আগামী সপ্তাহ থেকে মাঠে অনুশীলনে নামতে চলেছে ইংল্যান্ড ক্রিকেট দল। উদ্দেশ্য, ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) করোনা সংক্রমণের কারণে জুলাই মাস পর্যন্ত তাদের সব কাজকর্ম স্থগিত রেখেছে। কিন্তু বৃহস্পতিবারই তারা জানায়, আসন্ন সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবেন জাতীয় দলের ৩০ ক্রিকেটার।  

ইসিবি’র ক্রিকেট ডিরেক্টর অ্যাশলে জাইলস বলেছেন, ‘এই মুহূর্তে সুপার মার্কেটে ঘুরে বেড়ানোর পরিবর্তে মাঠে নেমে অনুশীলন করা অনেক নিরাপদ।’

তবে, এর জন্য খেলোয়াড়দের একাধিক বিধিনিষেধ মেনে চলতে হবে। প্রত্যেককে অনুশীলনের জন্য এক বাক্স বল যেমন দেওয়া হবে, তেমনই সেই বলে থুতু লাগানো যাবে না। 

এছাড়া অনুশীলনে বজায় রাখা হবে শারীরিক দূরত্বও। আর সবাই এক সঙ্গে অনুশীলনও করবেন না। বিভিন্ন সময়ে ধাপে ধাপে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে হবে প্রস্তুতি। বুধবার শুরু হবে বোলারদের প্রস্তুতি। দু’সপ্তাহ পরে নেটে আসবেন ব্যাটসম্যানেরা। 

অ্যাশলে জাইলস আরও বলেন, ‘‘ঝুঁকির সম্ভাবনা যতটা সম্ভব কমানো হচ্ছে। একজন কোচের অধীনে চার-পাঁচজন অনুশীলন করবে।’’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি