ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক ক্রিকেটার সজীব দাস করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১৬ মে ২০২০

Ekushey Television Ltd.

দেশের আরেক সাবেক ক্রিকেটার সজীব দাস করোনায় আক্রান্ত হয়েছেন। ২০০৭ সালে ক্রিকেট ছেড়ে দেওয়া সজিব এক সময় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ওয়ারি ও ভিক্টোরিয়া ক্লাবের অধিনায়ক ছিলেন। বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সজিব সপ্তাহ খানেক আগে ফরিদপুরে তার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সেখানেই তার করোনা শনাক্ত হয়েছে। সজীবের পাশাপাশি তার মায়েরও করোনা শনাক্ত হয়েছে। 

বর্তমানে ফরিদপুরের সদরপুরে অবস্থিত নিজ শ্বশুরবাড়িতেই মায়ের সঙ্গে আইসোলেশনে আছেন সজীব। সেখানেই তাদের চিকিৎসা চলছে। এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানিয়েছেন সজীব নিজেই। তবে গ্রামের বাড়ি বিধায় আইসোলেশনে থাকা নিয়ে কিছুটা চিন্তায় পড়েছেন তিনি।

সজীব এবং তার মায়ের করোনা শনাক্ত হলেও তার স্ত্রী-সন্তানের করোনা নেগেটিভ এসেছে। কিন্তু আইসোলেশন নিশ্চিত করতে পরিবারের সবাইকে নিজের বাড়ি মাদারীপুরে পাঠাতে চান তিনি। অবশ্য এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতির প্রয়োজন। এ নিয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াব সহযোগিতার চেষ্টা করছে বলে জানা গেছে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডেভেলপমেন্ট কোচ আশিকুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি