ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপনে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২০, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:২১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি উদযাপনে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। 

প্রকৃতিতে শীতের তীব্রতা কাটলেও বসন্তের হিমেল পরশে পর্যটকদের আনন্দ-উম্মাদনায় পুরো সৈকত জুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। 

সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটাসহ সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সাথে সেফলি তুলে দিনটি উপভোগ করছেন পর্যটকদের অনেকে। 

এদিকে লেম্বুর চর, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন তাঁতপল্লী, শুটকী পল্লী  ফিস ফ্রাইপল্লীতে এবং আলীপুর-মহিপুর মৎস্যবন্দরেও রয়েছে পর্যটকদের উচ্ছ্বাসিত উপস্থিতি।

পর্যটকদের নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি