ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আজ থেকে খুলছে চট্টগ্রামের সব বিনোদনকেন্দ্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ২২ আগস্ট ২০২০

করোনা পরিস্থিতির কারণে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর চট্টগ্রামের সব বিনোদনকেন্দ্র খুলছে আজ। তবে দর্শনার্থীদের সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি অনুসরণ, মাস্ক পরিধানসহ অন্তত ১৯টি শর্ত মানতে হবে।

এদিকে বিনোদনকেন্দ্রগুলো আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নগরের বিভিন্ন এলাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে আসেন লোকজন। তবে অনেকের মুখে মাস্ক ছিল না। ছিল না সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিও।

গত বুধবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, সরকারি-বেসরকারি বিনোদনকেন্দ্রের পাশাপাশি পতেঙ্গা সমুদ্রসৈকতও উন্মুক্ত থাকবে।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ১৯ মার্চ চট্টগ্রামের সব বিনোদনকেন্দ্র, পিকনিক স্পট বন্ধের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

এদিকে দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুতি চলছে বলে জানান নগরের ফয়’স লেক কমপ্লেক্সের পরিচালনার দায়িত্বে থাকা কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানির উপব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ। 

তিনি বলেন, এখন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। আর খোলার পর স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। আগত দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না। জীবাণুনাশক ছিটানো হবে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি