ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাদা শাপলা দেখতে ছুটে যাচ্ছেন প্রকৃতিপ্রেমিরা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৭, ১৩ ডিসেম্বর ২০২০

রাঙামাটির কাপ্তাই হ্রদের জুরাছড়ি উপজেলা সদরের বিলে ফুটেছে অসংখ্য সাদা শাপলা। এই মনোরম দৃশ্য দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমিকরা।

বিজয়ের মাস ডিসেম্বর, জাতীয় ফুল সাদা শাপলার সমারোহ জুরাছড়ি উপজেলা সদরের কাপ্তাই হ্রদে।

স্থানীয়রা জানান, প্রথমবারের মতো এই বিলে এতো শাপলা ফুটেছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেকেই আসছেন প্রকৃতির এই মনোরম দৃশ্য উপভোগ করতে। ডিঙ্গি নৌকায় ঘুরে বেড়ানো, শাপলা তোলা এবং ছবি তুলে আনন্দময় সময় কাটাচ্ছেন প্রকৃতিপ্রেমিরা।

আগত প্রকৃতিপ্রেমিরা জানান, আমরা এলাম রাঙ্গামাটি থেকে, এখানকার শাপলা ফুলের দৃশ্য উপভোগ করতে। আমাদের জাতীয় ফুলকে এভাবে এতো কাছ থেকে পাব কখনও আশা করিনি। জাতীয় ফুলকে অনেক ভালবাসি।

আরেকজন প্রকৃতিপ্রেমি জানান, এখানে এসে অনেক ভালো লেগেছে। কারণ প্রতিবছর সচরাচর এরকম ফুল দেখা যায় না, এইবার ফাস্টলি ফুটেছে এই ফুলগুলো।

প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে পর্যটকদের আগমনে খুশি এই জনপ্রতিনিধি।

জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, যত পর্যটক আসবে, যত বিভিন্ন ধরনের মানুষ আসবে ততো এই অবহেলিত জুরাছড়ি উপজেলা কোন না কোনভাবে উন্নতির দিকে যাবে। জাতীয় ফুল শাপলা অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে জুরাছড়ি উপজেলার। এটা আমাদের জন্য সুফল বয়ে আনবে।

পরিকল্পিতভাবে এই হ্রদের সৌন্দর্য বাড়ালে আরও বেশি পর্যটক আকৃষ্ট হবে বলে মনে করেন জুরাছড়িবাসী।

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি