ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের সঙ্গে ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ২৯ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

আগামী ৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথে যোগাযোগ শুরু হচ্ছে। এই যোগাযোগ শুরু হবে এয়ার বাবল চুক্তির আওতায়। তবে ট্যুরিস্ট ভিসাধারী যাত্রীরা ওই তারিখ থেকে ভারতে প্রবেশের অনুমতি পাবে না।

শনিবার (২৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয়। 

প্রাথমিক পর্যায়ে সপ্তাহে সাতটি ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে স্পাইস জেট তিনটি, এয়ার ইন্ডিয়া দুটি ও ইন্ডিগোর দুটি ফ্লাইট চালুর প্রস্তাব রয়েছে।

এদিকে বাংলাদেশেরও সাতটি ফ্লাইট থাকবে বলে জানা গেছে। বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান ও ইউএস-বাংলা এয়ারলাইন্স।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চালু রয়েছে। করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ওই দেশগুলোতে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি