ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পর্যটকমুখর কক্সবাজারে উপেক্ষিত স্বাস্থ্যবিধি (ভিডিও)

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৮, ২০ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১১:২৪, ২০ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসতে থাকায় ভ্রমণপিপাসুরা ভিড় করতে শুরু করেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। সঙ্গে যোগ হয়েছে একুশ ফেব্রুয়ারি উপলক্ষে ছুটি। শুক্র, শনিবার সাপ্তাহিক আর সোমবার একুশে ফেব্রুয়ারির ছুটি। মাঝখানে রোববার কর্মদিবস থাকলেও অনেকেই সেইদিনও ছুটি নিয়ে পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন। 

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে পর্যটকদের উপড়েপড়া ভীড়। পর্যটন মৌসুম শেষের দিকে হলেও এখানে এসেছেন লাখো পর্যটক। সাপ্তাহিক ছুটি ও একুশে ফেব্রুয়ারিসহ টানা চারদিনের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরছেন প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, মেরিনড্রাইভ সড়ক, হিমছড়ি, ইনানী বীচে। 

তবে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। 

আগত পর্যটকরা বলেন, বন্ধু-বান্ধব নিয়ে বছরে ৫ বার আসা হয়। এটা ভোলার মত নয়। খু্বই ভালো পরিবেশ, এখন পর্যন্ত খারাপ কোনো কিছু তাদের চোখে পড়েনি।  

কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাব-ইন্সপেক্টর জাফরুল হাসান।

তিনি বলেন, ‘সর্বত্রই সতর্ক অবস্থায় আছি আমরা। পর্যটকদের সুবিধার্থে সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সর্বাত্মক নিয়োজিত রয়েছি।’

উল্লেখ্য, কক্সবাজারে ৫শ’ হোটেল-মোটেল-গেস্ট হাউজ রয়েছে। এতে দুই লাখের বেশি পর্যটক থাকতে পারেন।

এএইচ/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি