ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

সৌন্দর্যের লীলাভূমি নেপাল (ভিডিও)

শাকেরা আরজু

প্রকাশিত : ১১:১৮, ৩১ মার্চ ২০২২

নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নেপাল। মন্দিরের শহর কাঠমান্ডু আর অন্নপূর্ণার কোলঘেঁষা দেশটির মধ্যাঞ্চলীয় শহর পোখারা যেন এক টুকরো স্বর্গরাজ্য।

উঁচুনিচু পথ আর পাহাড়ের কোলঘেঁষা আঁকাবাঁকা রাস্তা ঘিরে কাঠমান্ডু। নেপালের রাজধানী এই শহরটিতে দেড় মিলিয়ন মানুষের বসবাস।

এখানে রয়েছে মন্দির, মঠ ও আশ্রম। সবচেয়ে বড় শহর কাঠমান্ডুর অন্যতম প্রতীক সম্ভুনাথ মন্দির। শহরের পাশে বিকেল হলেই খেলাধূলায় মেতে ওঠেন প্রবীন নাগরিকরা।

প্রায়ই ভূমিকম্প হয় নেপালে। তবে তা দ্রুত কাটিয়ে আবারও গতিশীল হয়ে ওঠে নেপাল। আয়ের প্রধান উৎস ট্যুরিজম।

নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখারা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ফুট ওপরে পাহাড়ের কোলঘেঁষা আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে যেতে হয় সেখানে।

পোখারার সারাংকোট থেকে সুর্যোদয় এক মনোরম দৃশ্য। সাথে অন্নপূর্ণার দর্শন।

সারাংকোটে পাহাড়ের চূড়ায় গেলে দেখা মিলবে পাখির মতো আকাশে উড়ে বেড়ানো শত শত প্যারাগ্লাইডার।

হিমালয়ের অদূরে এই শহর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতিপ্রাপ্ত।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি