ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

তিনদিনের ছুটিতে কুয়াকাটায় হাজারো পর্যটকের ভীড়

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০২৩

ঈদে মিলাদুন্নবীসহ সরকারি তিন দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছেন হাজারো পর্যটক। সৈকতে বিরাজ করছে উৎসবের আমেজ। 

আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন। কেউ কেউ প্রিয়জনদের সঙ্গে তুলছেন সেলফি। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সাগরের গর্জন। 

বুধবার বিকাল থেকেই কুয়াকাটায় এ সকল পর্যটকের আগমন ঘটে। 

বাড়তি পর্যটকদের ভীড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। ফুল বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। 

আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি