ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

থার্টিফাস্ট ঘিরে কক্সবাজারে পর্যটকের আগমন ঘটেনি (ভিডিও)

আবদুল আজিজ, কক্সবাজার থেকে

প্রকাশিত : ১৫:১১, ৩১ ডিসেম্বর ২০২৩

পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এবার কক্সবাজারে অন্যান্য বছরের মতো পর্যটকের আগমন ঘটেনি। হোটেল-মোটেল, সমুদ্রসৈকত ও বিনোদন কেন্দ্রগুলোতে নেই পর্যটকদের বিচরণ। রাজনৈতিক অস্থিরতা, থার্টিফাস্ট নাইটের অনুষ্ঠানে বিধি-নিষেধসহ নানা কারণে পর্যটক কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

থার্টিফাস্ট উপলক্ষে এবার প্রতি বছরের মতো লাখো পর্যটকের আগমন ঘটেনি বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে। ২০২৩ সালকে বিদায় এবং ২০২৪ সালকে স্বাগত জানাতে সৈকতে কিছু পর্যটকের দেখা মিললেও জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো ফাঁকা।

পর্যটকরা জানান, থার্টিফাস্ট নাইট এখানে উদযাপন করবো, ফ্যামিলির সবাইকে নিয়ে এসেছি। বিগত বছরে যেগুলো ফেস করেছি সেই গ্লানিগুলো যেন সামনের বছরে না হয়। নতুন বছরকে ওয়েলকাম।

নতুন বছর উদযাপনের এই দিনে পর্যটক না আসায় হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, আমাদের মাথায় হাত, এবার নতুন বছরকে ঘিরে কক্সবাজারে পর্যটকদের আগমন ঘটেনি। 

এদিকে, থার্টিফাস্ট নাইটে আতশবাজি, পটকাসহ সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করেছে প্রশাসন।

কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, “সরকারি সিদ্ধান্ত, এবার আতশবাজি, পটকা ফুটানো যাবেনা।”

তারপরও নতুন বছর উদযাপনে পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ।

কক্সবাজার জোন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, “একটা হচ্ছে সম্পূর্ণ নিরাপত্তা দেয়া, আরেকটা হচ্ছে স্বাচ্ছন্দ্যে যেন পর্যটকরা ছুটি ভোগ করতে পারে সেজন্য আমাদের পক্ষ থেকে সার্ববিকভাবে সহযোগিতা প্রদান করা হবে।”

পর্যটনশিল্প বিকাশের স্বার্থে কক্সবাজারসহ সংশ্লিষ্ট জেলাগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং বিধি-নিষেধ আরোপে শিথিলতাসহ সুযোগ-সুবিধা বাড়ানোর তাগিদ সচেতন মহলের।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি