ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

‘দ্য বেস্ট হোটেলিয়র অব বাংলাদেশ’ পুরস্কার পেলেন শাখাওয়াত হোসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ৩ ফেব্রুয়ারি ২০২৪

‘দ্য বেস্ট হোটেলিয়র অব বাংলাদেশ’ পুরস্কার পেয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের সিইও শাখাওয়াত হোসেন। বাংলাদেশের শাখাওয়াত হোসেনই প্রথম এ পুরস্কার পেলেন।

সেবা ও পর্যটন শিল্পে দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার নেপালের আলফ্ট হোটেল কাঠমান্ডুতে ম্যারিয়ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওই অনুষ্ঠানেই শাখাওয়াত হোসেনকে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের খাত সংশ্লিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি বেস্ট হসপিটালিটি বিজনেস প্রফেশনাল অব দ্য ইয়ার সম্মাননাও পেয়েছেন মো. শাখাওয়াত হোসেন।

২০ বছরেরও বেশি সময় ধরে শাখাওয়াত হোসেন হসপিটালিটি ও ট্যুরিজমের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। 

এছাড়া তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পিএইচডিও করছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি