ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

টানা ছুটি পেয়ে রাঙামাটিতে ছুটে যাচ্ছেন পর্যটকরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ৩০ এপ্রিল ২০১৮

সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা ছুটি পেয়ে হ্রদ-পাহাড়ের শহর রাঙামাটিতে ছুটে যাচ্ছেন পর্যটকরা। পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে পুরো শহর। খাবার হোটেল থেকে শুরু করে আবাসিক হোটেল, রেস্টহাউস এখন ব্যস্ত সময় পাড় করছে। অসময়ের এ ভীড়ে খুশি ব্যবসায়ীরা।

যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে ভ্রমণ পিপাসু মানুষ রাঙামাটি ছুটে আসছেন। উপভোগ করছেন পাহাড় আর হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য্য। বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজনদের নিয়ে পর্যটকরা রাঙামাটির বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন।

ঝুলন্ত সেতু ছাড়াও শুভলং ঝর্ণা, চাকমা রাজবাড়ি, আরন্যক পর্যটন কেন্দ্র সহ আদীবাসী যাদুঘর পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠছে ।

ইতোমধ্যে পর্যটন মোটেলে সহ নামী দামী হোটেলগুলো বুকিং হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা।

বিনোদন কেন্দ্রে গুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিষ্ট পুলিশ ও পর্যটন ব্যবসার সাথে জড়িতরা।

দু’একদিনের মধ্যে পর্যটক আরো বাড়ার প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি