ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নেত্রকোনার রাজধলা বিল ঘিরে পর্যটনে নতুন আশা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ১৩ জুন ২০১৮ | আপডেট: ১৪:০৬, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

প্রাকৃতিক সৌন্দর্যের আধার নেত্রকোনার পূর্বধলা উপজেলার রাজধলা বিল। স্বচ্ছপানি ও মনোরম পরিবেশের কারণে প্রতিদিন এখানে ছুটে আসে ভ্রমণপিপাসু মানুষ। দর্শনার্থীদের বিপুল উপস্থিতি আশা জাগাচ্ছে পর্যটন সম্ভাবনার। এজন্য অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছে এলাকাবাসী।

নেত্রকোনা জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পূর্বধলায় একশ’ পঞ্চাশ একর জায়গা জুড়ে বিস্তৃত জলাভূমি-রাজধলা।

পানির স্বচ্ছতার কারণে স্থানীয়রা এর নাম দিয়েছিলো ধলা বিল। বিলের পূর্বদিকে অবস্থিত কমরেড মনি সিংহের পূর্বপুরুষ জমিদার গোপিনাথ সিংহের দশভূজা রাজবাড়ি। এক সময় জমিদার ছাড়া এই বিলের পানি কেউ ব্যবহার করতে পারতো না। তাই বিলের নাম রাখা হয়- রাজধলা।

জমিদারি প্রথার সাথে সাথে বিলুপ্ত হয়েছে সে নিয়মও। এখন এই বিলে ভিড় জমায় বিভিন্ন বয়সের ভ্রমণপিপাসু মানুষ।

এ’ বিলকে পর্যটন এলাকা ঘোষণা করার দাবি জানিয়েছে স্থানীয়রা।

জেলা পরিষদের উদ্যোগে পযর্টকদের জন্য অবকাঠামো তৈরি হয়েছে। সার্বিক উন্নয়ন হলে পর্যটকের সংখ্যা বাড়বে বলে মনে করেন জেলা পরিষদের চেয়ারম্যান।

রাজধলা বিলকে আরো আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি