ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে পর্যটকদের ভিড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ১৭ জুন ২০১৮ | আপডেট: ১৬:২৬, ১৭ জুন ২০১৮

ঈদের ছুটি কাটাতে সাগরকণ্যা কক্সবাজারে ভিড় করেছেন পর্যটকরা। সমুদ্রস্নানতো আছেই, সেইসাথে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক প্রশাসন।

ঈদের টানা ছুটিতে পর্যটকদের ভীড় বেড়েছে কক্সবাজারে। কেউ কেউ ঈদের আগে থেকেই অবস্থান করছেন। আবাসিক হোটেলগুলোতে তিল ধারনের ঠাই নেই

একটু প্রশান্তির খোঁজে পরিবার নিয়ে, কেউ বা দল বেঁধে সমুদ্রবিলাসে ছুটে এসেছেন।

কেবল সাগরপাড়ই নয়, অন্যান্য স্পটগুলোতেও দর্শনর্থীদের ব্যাপক সমাগম। ছুটি কাটাতে আসা পর্যটকদের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। জেলা শহর ছাড়াও বিভিন্ন ষ্পটে পুলিশ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে।

এদিকে, ভৈরবে ছুটির আনন্দ উপভোগ করতে নানা বয়সের মানুষর ঢল নেমেছে মেঘনা পাড়ে। নৌকায় চড়ে নির্মল হাত্তয়া গায়ে মেখে চলছে ঘোরাঘুরি।

বিভিন্ন স্থানে বসেছে ঈদ মেলা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি