ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে শিশু পার্ক নেই (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ২৪ অক্টোবর ২০১৮

পর্যটন শহর কক্সবাজারে শিশুদের বিনোদনের জন্য কোন পার্ক নেই। শহর থেকে দূরে রামু উপজেলার রাজারকুলে বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলা হলেও, রক্ষণাবেক্ষণের অভাবে তা ঝোপ-জঙ্গলে পরিণত হয়েছে। তবে পার্ক গড়ে তোলার আশার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিবছর ভ্রমণে আসেন দেশী-বিদেশী লাখো পর্যটক। কিন্তু দেশের অন্যতম এ পর্যটন নগরীর শিশু-বিনোদনের জন্য আজো গড়ে ওঠেনি কোন পার্ক।

২০১৩ সালে রামু উপজেলার রাজারকুল বনভূমির ৪০ একর জায়গায় একটি বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলে বন বিভাগ। কিন্তু লোকবল ও অর্থাভাবে তা এখন পরিত্যক্ত প্রায়।

বোটানিক্যাল গার্ডেনটি পরিত্যক্ত হওয়ার কথা স্বীকার করে বন কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠা হওয়ার পর কোন বরাদ্দ দেয়া হয়নি। দেয়া হয়নি দর্শনার্থীদের কাছ থেকে টিকেট নেয়ার অনুমতিও।

তবে জেলা প্রশাসক জানান, শহরের ভেতর ৪ একর জমিতে শিশু পার্ক গড়ে তোলার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

সাগর-পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্যের পাশাপাশি আদর্শ পর্যটন নগরী হিসেবে শিশুদের জন্য পার্ক গড়ে তোলার প্রত্যশা স্থানীয়দের।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি