প্রাচীন স্থ্যাপত্যের অনন্য নির্দশন লাকমা রাজবাড়ি (ভিডিও)
প্রকাশিত : ০৯:০০, ২০ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:৪৮, ২০ মার্চ ২০১৯
প্রাচীন স্থ্যাপত্যের অনন্য নির্দশন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লাকমা রাজবাড়ি। রক্ষণাবেক্ষনের অভাবে বাড়িটির অবস্থা এখন ভগ্নপ্রায়। রাজ-রাজরার ইতিহাস জানতে এখানে দর্শনার্থীরা আসলেও আগ্রহ হারান অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা আর আগাছার ভীড়ে। সরকারিভাবে রাজবাড়িটি রক্ষার দাবি স্থানীয়দের।
দেশের উত্তর জনপদের সীমান্তঘেঁষা জেলা জয়পুরহাট। জেলা শহর থেকে ২২ কিলোমিটার উত্তর পশ্চিমে পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তের কোল ঘেঁষে লকমা গ্রামে অবস্থিত এই রাজ বাড়ি।
রাজ বাড়িটি কত সালে নির্মান হয়েছে তার সঠিক ইতিহাস পাওয়া যায়নি। অনেকের মতে, বাড়িটি ১৩ শতকে লক্ষণ সেনের আমলের। আবার অনেকে বলেন, চৌধুরী হাদী মামুন নামের কোন এক ব্যক্তি আড়াইশ বছর আগে বাড়িটি নির্মান করেন করেছিলেন। তিনতলা রাজবাড়ির একতলা অনেক আগেই দেবে গেছে মাটির নীচে। বাড়িটিতে আছে হাতিশালা, ঘোড়াশালা আর কাচাড়ি বাড়ি। রাজবাড়ির স্থাপত্য নৈপুন্য দেখতে এখনো ভীর করেন দর্শনার্থীরা।
তবে যোগাযোগ ব্যবস্থা আর আগাছার ভীড়ে এর নির্মাণ শৈলী দেখা কষ্টসাধ্য হয়ে পড়ে ।
রাজবাড়িটি সংরক্ষণের পাশপাশি, পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে এরইমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়সহ সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রাচীন স্থাপত্যের স্বাক্ষী হয়ে দাড়িয়ে থাকা লকমা রাজবাড়িটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার দাবি জয়পুরহাটবাসীর।
বিস্তারিত দেখতে ভিডিওতে ক্লিক করুন :
এসএ/
আরও পড়ুন