ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নরসিংদীর মাধবদীর হেরিটেজ ইকো রিসোর্ট (ভিডিও)

প্রকাশিত : ১৫:৩১, ১০ জুলাই ২০১৯ | আপডেট: ১৭:০৫, ১৫ জুলাই ২০১৯

একটু অবসর পেলেই পরিবারের সদস্যদের নিয়ে অনেকে বেড়াতে যান নরসিংদীর মাধবদীর হেরিটেজ ইকো রিসোর্টে। সবুজ পরিবেশে বিনোদনের জন্য বাংলাদেশে এই প্রথম সংযোজিত হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি গেইম জোন।

নরসিংদীর মাধবদীতে দেড় শ বিঘা জায়গার উপর প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে বিশ্বমানের হেরিটেজ ইকো রিসোর্ট। ভার্চুয়াল রিয়েলিটি গেইম জোন, সুবিশাল লেকসহ রাতে সময় কাটানোর জন্য রয়েছে মুন সিন কর্ণার। এখানে এসে আনন্দে মেতে উঠছেন নানা বয়সের দর্শনার্থীরা।

প্রাকৃতিক সবুজ পরিবেশের পাশাপাশি ব্যতিক্রমী সব আয়োজন উপভোগ করে উচ্ছসিত দর্শনার্থীরা।

বিশ^মানের রিসোর্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা রিসোর্টটিতে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি