ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নারী দিবসে ‘পপ অফ কালার’র মিলনমেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১০ মার্চ ২০২০

বিশ্ব নারী দিবস উপলক্ষে‘পপ অফ কালার’এর এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

গত রোববার (৮ মার্চ) ২৭ হাজার নারীর উপস্থিতিতে গুলশানের অভিজাত হোটেল সিক্স সিজনে অনুষ্ঠিত হওয়া ওই মিলনমেলায় জনপ্রিয় এই কমিউনিটির সদস্যদের মধ্যে সমাজের নানা ক্ষেত্রে সফল ও সম্মানজনক অবস্থানে আছেন এমন নারীরা বক্তব্য রাখেন।  

এর মধ্যে বাংলাদেশ ওম্যান চেম্বার অফ কমার্স থেকে সঙ্গীতা খান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার মাহমুদা আফরোজ লাকী, টিনা জাবিন, পুনম প্রিয়াম, রুমানা আহমেদসহ স্বনামধন্য নারীরা তাদের বক্তব্যে জীবনের গল্প ও বিভিন্ন সমস্যা সমাধানে দিক নির্দেশনা দেন।

ম্যারিকো, নেসলে, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ইগলু, এসিআই লিমিটেড, বিডি বাজেট বিউটি, দা সুইটসিন কফিস, আজেলা বাই নিধা চৌধুরী ও আনোখি ফ্যাশন ওয়্যার’র সৌজন্যে এ মিলনমেলার আয়োজন করা হয়। 

সৌন্দর্যবর্ধনসহ অন্যান্য ডেকোরেশনে এলিগেন্ট ইভেন্ট সলিউশনস আর ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল ড্রিমওয়েভার।   

পরে উপস্থিত সবার হাতে বিশেষ উপহার তুলে দেয়া হয়। পাশাপাশি র‍্যাফেল ড্র এবং গেমসেরও আয়োজন করা হয়।

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি